
মেয়েটির নাম রুনা বেগম।সে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার
ইউনিয়নের বালুর চর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী।। সে ২০১৫ সালের জে এস
সি পরীক্ষায় জি পি এ ৫ পেয়ে বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়নরত। কিছুদিন
পূর্বে থেকে হঠাৎ করে মেয়েটি অনেকটা মানষিক রুগিরমত অস্বাভাবিক আচরন করছে।
ভাল ডাক্তার দ্বারা চিকিৎসা করালে আমাদের এ বোনটি সুস্হ হয়ে আবার স্কুলে
ফিরতে পারলে ভাল রেজাল্ট করে পরিবার,স্কুল, সমাজের মুখ উজ্জ্বল করতে পারবে
বলে আমি বিশ্বাস করি।তার চিকিৎসার জন্য প্র
চুর
টাকা প্রয়োজন। তার হতদরিদ্র পিতার পক্ষে মেয়েটির চিকিৎসার এ ব্যায়ভার বহন
করা একেবারেই অসম্ভব। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং
শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া বরাদ্ধকৃত অর্থ তার চিকিৎসার জন্য নিতান্তই
অপ্রতুল।এমতাবস্থায় প্রাক্তন শিক্ষার্থী সহ সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ
এবং দাতাদের কাছ থেকে সার্বিক সহায়তা প্রত্যাশা করে আবেদন করছে রুনার বাবা
মা এবং বিদ্যালয় পরিচালনা পরিষদ।
আশা করি রুনার প্রাণ বাচাতে সবাই মানবিক সহায়তায় এগিয়ে আসবেন।
রিপন ঃ ০১৭১১৭১১৯৪৮
কল্যাণ স্যার: ০১৮৬১-১৬৮৭৬৭
0 comments:
Post a Comment