হৃদয়ে বঙ্গবন্ধু

১৯৯৬, আমি ৫ বছরের পিচ্ছি,তখনকার কোন কথা মনে থাকার কথা না কিন্তু আমার একটা বিষয় খুব ভাল মনে আছে কারণ তখনই তো রাজনীতি শব্দটার সাথে প্রথম পরিচয় তাও আবার অন্যরকম এক অভিজ্ঞতার মধ্য দিয়ে। ১৯৯৬এর সেদিন ছিল নির্বাচনের দিন ,সন্ধ্যায় আব্বু একটা সাদাকালো টিভি কিনে এনেছিল৷৷৷৷৷৷৷ আর অন্যের বাড়ি টিভি দেখতে যেতে হবে না !!!!!!!!!!!!!!!! কি মজা!!! সেদিন অনেকে জড়ো হয়েছিল আমাদের বাড়ি,সেদিন সম্পর্কে এক কাকা বলেছিল ""ইব্রাহীম (আমার আব্বু) খুব ভাল একটা কাজ করেছিস,(যাদের টিভি ছিল) দের বাড়িতে টিভি দেখতে গেলে যেই হাসিনারে দেখায় সেই টিভি বন্ধ করে দেয়"" এখন আর বন্ধ হবে না!!!!!!!!!!!! যখন টিভি অন হলো তখন জীবনে প্রথমবারের মত দেখলাম দেশরত্ন শেখ হাসিনাকে .........।রাত তখন আনুমানিক ৭.৩০-৮.০০ টা!!!!!!!!!!!!!!!! টিভিতে প্রথমবার দেখা গেলো জাতীর জনককে রুমের ভিতরে কি যেন হয়ে গেল সবাই কেমন যেন বদলে গেল........................
সেদিন সেই বদলে যাওয়ার কারণ বুঝিনি কিন্তু আজ বুঝতে পারি কেন সেদিনের সেই পরিবর্তন হয়েছিল, , , কেন সেদিন কাকা আক্ষেপ করেছিল!!!!!!!!!!!!!!!!!!! একটি দেশ আর একটি মানুষ সমার্থক হতে পারে কিনা জানি না, বাংলাদেশ আর বঙ্গবন্ধুর বেলায় সেটি কিন্তু হয়েছিল। অথচ সেই বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রকারীরা একদিন নয়, দু’দিন নয় একুশ বছর সকল প্রচারমাধ্যম থেকে সরিয়ে রেখেছিল। নিজের চোখে দেখেও সেটা বিশ্বাস হয় না। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মতো নৃশংস ঘটনা পৃথিবীর ইতিহাসে খুব বেশি নেই। কিন্তু দেশের স্থপতিকে সেই দেশের মানুষের কাছ থেকে আড়াল করে রাখার মতো ঘটনাও কি পৃথিবীতে খুব বেশি আছে? বঙ্গবন্ধুকে পরিবারে হত্যা করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েই ঘাতকদের কাজ শেষ হয়নি। এই দেশের মাটি থেকে তার স্মৃতি পুরোপুরি মুছে ফেলে তাদের দায়িত্ব শেষ হবে। যারা ট্রিগার টেনে গুলি করেছে শুধু তারাই ঘাতক, অন্যরাও কি অন্যরকম ঘাতক নয়???

লেখক :   Rajib Hassan Raju
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ


Share on Google Plus

About Unknown

1 comments: