ধূমপান বর্জনে ইচ্ছাশক্তিই যথেষ্টঃ

Suman Rabidas's photo.
আমরা জানি,সকল শিক্ষা প্রতিষ্ঠানই একটি পবিত্র স্থান।তাই পবিত্রতা রক্ষা করাও আমাদের দায়িত্ব।কারণ এখানে মেধার চর্চা করা হয়।যখন আমি দেখি ধূমপানের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কিছু experience শেয়ার করছি,আমরা জানি,ধূমপান বিষ পান।আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবধি দেখতে পাচ্ছি, ক্যাম্পাসের ৯০%
ছাত্র ধূমপান করে।যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তথা নিজের ক্ষতি সাধন করে।একজন ছাত্রের আয়ের চেয়ে ব্যয় তখনি বেশি যখন সে দৈনিক ১০০-২০০টাকা তার অধিক টাকা শুধু সিগারেটের পিছনে ব্যয় হয়।মাস শেষে তার শুধু সিগারেটের পিছনে ব্যয় ৩০০০-৬০০০ টাকা।এ টাকা সে কোথা থেকে পায় ;হয়তো টিউশনি করিয়ে বা কষ্টে উপার্জিত পরিবার থেকে।কিছু কিছু পরিবার অনাহারে থেকেই আপনাকে টাকা দিচ্ছে লেখাপড়ার পিছনে ব্যয় করার জন্য।কিন্তু সেই টাকা দিয়ে আপনি তামাকজাত দ্রব্যের পিছনে ব্যয় করছেন।এতে একদিকে আপনার পরিবারকে দারিদ্র্য করে দিচ্ছেন আরেকদিকে ধূমপানের ফলে সৃষ্ট রোগের চিকিৎসার পিছনে দ্বিগুণ খরচ হচ্ছে।তাছাড়া যে ধূমপান করছে সে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে ধোঁয়া গ্রহণ করছে সেও ধূমপায়ীর সমান ক্ষতিগ্রস্ত হচ্ছে।পাবলিক প্লেসে ধূমপানের জন্য শুধু ধূমপায়ী একা দায়ী নয়,ধূমপায়ী সহজেই যখন হাতের কাছে সিগারেট পায় তখন ধূমপান করতেও উৎসাহিত হয়।ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভিতরে ধূমপান নিষিদ্ধের আইন করেছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না।যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে।যেমনঃনির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ডাস্টবিন বসিয়েছে,ক্যাম্পাসের ভিতরে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা,ক্যাম্পাসে গাছ লাগানো থেকে শুরু করে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। ধূমপানের ক্ষতিকারক দিক তথা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে সেজন্য আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তথা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আবিদ আল হাসান ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ভাই কে অনুরোধ করছি,ক্যাম্পাসের ভিতরে যাতে কোন সিগারেটের দোকান না থাকে এবং ধূমপান ক্যাম্পাসে নিষিদ্ধ করা হোক।
আসুন, ধূমপান কে' না'বলি।আপনার আমার প্রচেষ্টায় পারে সুখী ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে।
সুমন রবিদাস
পরিবেশ বিষয়ক সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment