ফিরোজ আলম মানিক :আর কোন মিথ্যা আশ্বাস কিংবা কথার ফুল ঝুঁড়ি নয়, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বৃহত্তর জনগোষ্ঠীর কষ্ট লাগবে অবিলম্বে নব নির্মিত লাইনে আন্তঃ নগর ট্রেন প্রদান করুন ..





উত্তর জনপদের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা জামালপুর। যেখানে এশিয়ার বৃহত্তম ইউরিয়া সার কারখানা সহ বেশ কয়েকটি পাটকল অবস্থিত । প্রতি দিন অসংখ্যক লোক ঢাকা -জামালপুর যাতায়াত করে। অথচ এই অঞ্চলের পরিবহন অবস্থা অত্যন্ত নাজুক এই জনপদের মানুষের যাতায়াতের অন্যতম অবলম্বন ট্রেন। গত কয়েক বছর আগে যমুনা সেতু পূর্ব হতে জামালপুর পর্যন্ত ১২০ কোটি টাকা ব্যয়ে নতুন রেল লাইন নির্মিত হয়েছে, যা খুব বেশি পরিমাণে জনগণের উপকারে আসছে না। ঢাকা হতে ময়মনসিংহ হয়ে জামালপুর যেতে সময় লাগে ৭-৮ ঘন্টা অথচ নব নির্মিত লাইনে যমুনা সেতু পূর্ব হয়ে ঢাকা হতে জামালপুর যেতে সময় লাগবে মাত্র ৩-৩.৩০ ঘন্টা। নতুন লাইনে আন্তঃনগর ট্রেন প্রদান করা হলে সময় এবং অর্থ উভয়ের অপচয় রোধ হবে। আমারা এই বিষয়ে জামালপুর, সরিষাবাড়ী, তারাকান্দি, ময়মনসিংহ রেল স্টেশন প্লাটফর্ম , জাতীয় প্রেস ক্লাব এর সামনে মানব বন্ধনের মাধ্যমে আমাদের এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি তুলে ধরেছি । মাননীয় রেলমন্ত্রী, মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর সাথে বেশ কয়েক দেখা করে স্মারক লিপি প্রদান ও প্রায় বিশ হাজার লোকে গণ সাক্ষর জমা দিয়েছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন। 

শুনতেছি মাননীয় সরকার বেশ কয়েকটি নতুন ইঞ্জিন আমদানি করবে। মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আকুল আবেদন আর কোন মিথ্যা আশ্বাস কিংবা কথার ফুল ঝু্ঁড়ি নয়, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বৃহত্তর জনগোষ্ঠীর কষ্ট লাগবে অবিলম্বে নব নির্মিত লাইনে ঢাকা -টাঙ্গাইল-জামালপুর লাইনে আন্তঃ নগর ট্রেন প্রদান করুন।

Courtesy :  ফিরোজ আলম মানিক ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।

Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment