যে আমি এককালে বাবা- মা আর ভাইকে ছাড়া বাইরে ছাড়া ১ রাত ও বাসার বাইরে থাকতে পারতাম না,সে আমিই আজ প্রায় সাড়ে ৪ বছর ধরে শুধু বাসা নয়,চট্টগ্রামেরই বাইরে।
যে আমি ১ ম বর্ষে প্রতিমাসে ন্যুনতম ২ বার করে বাড়ি যেতাম,সেই আমিই আজ স্নাতক শেষ এর পরের সময়টুকুতে টানা ৭ মাস ধরে নানামুখী ব্যস্ততায় বাড়ি যাই না বা যেতে পারছি না।
সময় নিজে বদলায়,সেই সাথে মানুষকেও বদলে দেয়।
কিন্তু সময় বদলাতে পারে না কিছু আবেগ,ভুলতে দেয় না কিছু প্রিয়মুখ।
যান্ত্রিকতার শহর ছেড়ে যাচ্ছি প্রিয় মানবিক নগরীতে..
(ফিলিং-সব অনুভূতি বলে বোঝানো যায় না)
Courtesy : সৈকত সেনগুপ্ত শুভ
(ফিলিং-সব অনুভূতি বলে বোঝানো যায় না)
Courtesy : সৈকত সেনগুপ্ত শুভ
excelent saikat
ReplyDelete