ছাত্র পড়াতে যাচ্ছিলাম


ছাত্র পড়াতে যাচ্ছিলাম, রাস্তার ফুটপাত দিয়ে হাঁটতেছি,  এমন সময় হঠাৎ পাশ ঘেষে একটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছিলো, ছেলেটা একটু সামনে যেতেই ডাক দিলাম! পিছনে একবার তাকিয়ে আবার চালাতে লাগলো... আবার জোরে চিৎকার দিয়ে ডাক দিলাম 'এই যে ভাই'! আমার ডাক শুনে ছেলেটি আরো জোড়েসাইকেলটা টান দিলো, আমি পিছন পিছন দৌড় দিলাম!এটা দেখে ছেলেটা সাইকেলটা থামালো! কাছে গিয়েবুঝলাম খুব একটা ভাব নিয়া দাঁড়াইছে,মিঃ ভাবুস, ভাব নিয়া আমাকে বললো, 'কি হইছে?' হাঁপাতে, হাঁপাতে! আমি আস্তে করে আমার হাতে থাকা মানিব্যাগটা দেখিয়ে বললাম এটা কি আপনার? সে অবাক হয়ে বললো, হ্যা ভাই! জ্বী, আপনি যখন আমার সামনে দিয়ে যাচ্ছিলেন তখন পড়ে গিয়েছিলো! তার ভাবওয়ালা চেহারাটায় হঠাৎ দেখলাম কৃতজ্ঞতার ছাপ.... এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েই মায়া ভরা
কন্ঠে বললো, "ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমি ভাই এক বাড়িতে কাজ করি,বাজার করতে টাকা দিছিলো, আর বাজার করতে যাচ্ছিলাম! এই টাকা যদি হারাইতাম আর বাজার নিয়ে যদি বাসায় না যেতে পারতাম,তাহলে আমার কপালে যে কি ছিলো আল্লাই জানে!
 

@এই ছোট্ট একটা ভাল কাজ করতে অনেক কষ্ট
হইছে কিন্তু, "ভাল একটা কাজ করতে পারলে অনেক
ভাল লাগে....@
Share on Google Plus

About Anonymous

2 comments:

  1. ভালো লাগলো পড়ে।।

    ReplyDelete
  2. ভালো লাগলো পড়ে।।

    ReplyDelete