
কিন্তু বর্তমানে হয়েছে ১=প্রায় ১৬ কোটি।আর যিনি এই ১ তিনি হলেন বঙ্গবন্ধু ক্ণ্যা জননেত্রী শেখ হাসিনা।বর্তমানে ১৬কোটি মানেই শেখ হাসিনা আর শেখ হাসিনা মানেই বাংলাদেশ। ১৬ কোটি মানুষ এখন একজন মানুষকে ভর করে স্বপ্ন দেখে। ১৬ কোটি মানুষের ভালবাসায় সিক্ত আপনি।কারণ আপনি বেঁচে থাকলেই সুখে শান্তিতে, ন্যায়ের সাথে বেঁচে থাকবে ১৬ কোটি মানুষ। আপনি বেঁচে থাকুন হাজার বছর ১৬ কোটি বাঙ্গালির স্বপ্ন হয়ে। অনেক মানুষ আপনাকে ভরশা করে বেঁচে আছে শুধু আপনি আছেন বলে।আপনি নিরাপদে থাকলেই নিরাপদে থাকবে ১৬ কোটি মানুষ। তাইতো সবাই বলে ১ = ১৬ কোটি।
জননেত্রী আপনি বেঁচে থাকুন হাজার বছর এই কামনাই করি।
লেখক: Shumon Biswas
0 comments:
Post a Comment