১ কি কখনো কোটি হয়!আপাত দৃষ্টিতে হয়।যেমন এক
পৃথিবীর মানুষ ৬৪০ কোটি।১পৃথিবী =৬৪০ কোটি।আবার ১বাংলাদেশ =১৬ কোটি মানুষ।
এভাবে তো বলা যেতেই পারে।যেমন টি হয়েছিল ১৯৭১ এ।৭কোটি বাংগালি = ১শেখ মুজিব।১শেখ মুজিবুরে তখন ৭ কোটি বোঝাত আর ৭ কোটি মানুষই ১মুজিব কে অন্তরে ধারন করত।তখন মুজিব মানেই ছিল বাংলাদেশ। বাংলাদেশ মানেই শেখ মুজিব।যদি আমরা ১৯৭৫ এ মুজিব কে না হারাতাম তবে ৭ কোটি মানুষের ভাগ্য ও মনোভাব এবং মনোবল কখনো হারাত না।১ মুজিব
বেঁচে থাকলে ৭ কোটি মানুষ উচ্চাকাঙ্ক্ষা নিয়েই বেঁচে থাকত।কেউ না খেয়ে
নিপীড়িত হয়ে, অনিশ্চয়তায় দিন কাটাত না।কিন্তু মুজিবকে হারিয়ে আমরা বুঝেছি ১
মুজিব না থাকলে ৭ কোটি মানুষ কিভাবে তাদের ভাগ্য থেকে বঞ্চিত হয় কিভাবে তারা অসহায় হয়ে পড়ে।১ মুজিবকে বাঁচাতে পারলে ৭ কোটি বাংগালি সুখে শান্তিতে বাঁচতে পারত।কোন বিশৃংখলা বাংগালির জীবনে আসত না।তাইতো বলা যেতেই পারে ১ মুজিব =৭ কোটি বাঙালি। মানে ১= ৭ কোটি।
কিন্তু বর্তমানে হয়েছে ১=প্রায় ১৬ কোটি।আর যিনি এই ১ তিনি হলেন বঙ্গবন্ধু ক্ণ্যা জননেত্রী শেখ হাসিনা।বর্তমানে ১৬কোটি মানেই শেখ হাসিনা আর শেখ হাসিনা মানেই বাংলাদেশ। ১৬ কোটি মানুষ এখন একজন মানুষকে ভর করে স্বপ্ন দেখে। ১৬ কোটি মানুষের ভালবাসায় সিক্ত আপনি।কারণ আপনি বেঁচে থাকলেই সুখে শান্তিতে, ন্যায়ের সাথে বেঁচে থাকবে ১৬ কোটি মানুষ। আপনি বেঁচে থাকুন হাজার বছর ১৬ কোটি বাঙ্গালির স্বপ্ন হয়ে। অনেক মানুষ আপনাকে ভরশা করে বেঁচে আছে শুধু আপনি আছেন বলে।আপনি নিরাপদে থাকলেই নিরাপদে থাকবে ১৬ কোটি মানুষ। তাইতো সবাই বলে ১ = ১৬ কোটি।
জননেত্রী আপনি বেঁচে থাকুন হাজার বছর এই কামনাই করি।
0 comments:
Post a Comment