সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও বিভিন্ন সমস্যা দূরীকরণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে ১৯ দফা দাবিসহ স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
দাবিসমূহ নিম্নরূপঃ
১/ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসগুলোতে মানসম্মত খাবার পরিবেশন ও ক্যান্টিনের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা এবং খাবারের মান অনুযায়ী যথাযথ মূল্য নির্ধারণ করা।২/ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের শ্রেণীকক্ষ গুলো যুগোপযোগী করা। যেমনঃ শিক্ষা সরঞ্জাম, ডিজিটাল বোর্ড স্থাপন, প্রজেক্টর ও কম্পিউটার ল্যাব স্থাপন, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা।
৩/ বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর হাতে স্বল্প মূল্যে এবং সহজ কিস্তিতে "ল্যাপটপ" প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা।
৪/ প্রত্যেক ল্যাবরেটরিতে সর্বাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ ও স্থাপনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা।
৫/ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করা এবং সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে যথাযথ একাডেমিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
৬/ বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার অংশ হিসেবে বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে "ডাস্টবিন" স্থাপন, বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা বাড়ানোর লক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী গ্রহন করা।
৭/ প্রত্যেকটি আবাসিক হলের পারিপার্শ্বিক পরিবেশ উন্নয়নে নিয়মিত মশা ও ছাড়পোকা নিধন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা।
৮/ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও প্রতিটি আবাসিক হলকে "Wi Fi" (ওয়াইফাই) জোনের আওতাধীন করা।
৯/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসহ প্রতিটি আবাসিক হলের গ্রন্থাগারের আধুনিকীকরণ করা ও যুগোপযোগী পাঠ্যবই, মুক্তিযুদ্ধের উপর রচিত বইয়ের সংগ্রহ বৃদ্ধি করা।
১০/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশের জন্য খেলার মাঠ নিয়মিত পরিচর্যা করা ও মাঠগুলোকে ভাড়া প্রদান বন্ধ নিশ্চিত করা এবং বিভিন্ন সময়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন করা।
১১/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক যথাযথ ব্যবস্থা ও ভূমিকা গ্রহন করা এবং আবাসিক হল গুলোর শিক্ষার্থীদের নিরাপত্তায় "C.C TV" সংযুক্ত করা।
১২/ ইভটিজিং প্রতিরোধে "যৌন নিপীড়ন বিরোধী সেল" এর ভূমিকা ত্বরান্বিত করা।
১৩/ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আবাসন ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং মেয়েদের হলগুলোতে যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা।
১৪/ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সু-চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার কে আধুনিকীকরণের মাধ্যমে আধুনিক চিকিৎসার সরঞ্জামাদি সরবরাহ ও ২৪ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করা।
১৫/ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর গবেষণা কেন্দ্র স্থাপন এবং সাধারণ শিক্ষার্থীদের উক্ত গবেষণায় অংশগ্রহণে উৎসাহ প্রদান করা।
১৬/ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বিদেশ গমনের ক্ষেত্রে সকল ধরনের সহায়তা নিশ্চিত করা।
১৭/ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর নিরাপত্তাজনিত কারনে ভাড়ায় চালিত বাস, ট্রাক চলাচল নিয়ন্ত্রন ও ক্যাম্পাসের ভিতর অবৈধ স্থাপনা যেমন কার্জন হলের আশেপাশের নার্সারি, বিভিন্ন দোকান উচ্ছেদের ব্যবস্থা করা।
১৮/ ভূমিকম্প বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে যাতে বড় ধরনের কোন দুর্ঘটনা না ঘটে সে লক্ষ্যে পুরাতন প্রত্যেক আবাসিক হলগুলো অতি দ্রুত সংস্কার করে সাধারণ ছাত্র-ছাত্রীদের বিপদমুক্ত করে বসবাসের উপযোগী করে তোলা।
১৯/ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও বিভিন্ন স্থানের দূরত্ব অনুযায়ী যথাযথ রিক্সা ভাড়া নির্ধারণ করে দেওয়া।
সুপারিশঃ
১/ উক্ত বিষয়গুলো বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের শ্রদ্ধাভাজন শিক্ষক ও হল প্রাধ্যাক্ষদের মাধ্যমে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা যেতে পারে।২/ উক্ত বিষয়গুলো বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্রসংগঠন গুলোকে যুক্ত করা যেতে পারে।
ঘোষণা : উক্ত বিষয়গুলো বাস্তবায়ন করার লক্ষ্যে সকল ধরণের সহযোগিতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বদ্ধ পরিকর।
বিঃদ্রঃ
> ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য সকল ধরণের ব্যক্তিগত ব্যানার,ফেস্টুন, পোষ্টার ও বিলবোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অপসারণ করা হয়েছে। এইসব প্রচারপত্রের আড়ালে ক্যাম্পাসের সৌন্দর্য বহুলাংশেই ম্লান হয়ে পড়েছিল। এখন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিপত্র ছাড়া ক্যাম্পাসে কোনো ধরনের ব্যক্তিগত প্রচারপত্র ব্যবহার করা যাবেনা।> ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অধিকাংশ আবাসিক হলে "C.C TV" স্থাপন ও "Wi Fi" (ওয়াইফাই) জোনের আওতাধীন করা হয়েছে।
> বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের মান ও ক্যান্টিনের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি পেয়েছে।
> ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, সব অনুষদ, ইনস্টিটিউট, অফিস, শ্রেণিকক্ষ, গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোতে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
> সাধারণ ছাত্র-ছাত্রীদের বিপদমুক্ত করে বসবাসের উপযোগী করে তোলার লক্ষ্যে পুরাতন আবাসিক হলগুলোতে সংস্কার কাজ শুরু হয়েছে।
> বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের মান ও ক্যান্টিনের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি পেয়েছে।
> ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, সব অনুষদ, ইনস্টিটিউট, অফিস, শ্রেণিকক্ষ, গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোতে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
> বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে "ডাস্টবিন" স্থাপন করা হয়েছে।
> ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর হাতে স্বল্প মূল্যে এবং সহজ কিস্তিতে "ল্যাপটপ" পৌছে দেয়ার লক্ষ্যে যথাযত কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
সংগ্রামী সভাপতি আবিদ আল হাসান ভাই ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ভাই এর দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।সুমধুর সহবস্থান বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে।
জয় বঙ্গবন্ধু।
লেখক: মাজহারুল ইসলাম (মিরাজ)
যুগ্ম সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
0 comments:
Post a Comment