ঢাবির গণিত বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র এজাবুল হক ও তার ছোট বোন ব্যবস্থাপনা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষেরছাত্রী ফারিয়া তাবাসসুমের উপর হামলার প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা

Reyazul Islam Reyaz's photo.রাজধানীর টিকাটুলী এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ঢাবির গণিত বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র এজাবুল হক ও তার ছোট বোন ব্যবস্থাপনা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষেরছাত্রী ফারিয়া তাবাসসুমের উপর হামলার প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শুক্রবার সকালে ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন-ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান এম আলী আক্কাস, শিক্ষক মোশাররফ হোসেন,শিক্ষার্থী মোক্তাকিম গণি ভূইয়া কাঞ্চন। বৃহস্পতিবার রাজধানীর টিকাটুলী এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন এজাবুল ও তাবাসসুম। এজাবুল হক ঢাবির ফজলুল হক হলে এবং ফারিয়া কবি সুফিয়া কামাল হলে থাকেন। তাদের বাড়ি বাগেরহাট জেলা সদরে। এজাবুল হক জানান, সকাল ৬টার দিকে তারা দুজন বাগেরহাটে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কবি সুফিয়া কামাল হলের সামনে থেকে রিকশাযোগে
সায়েদাবাদ যাওয়ার পথে টিকাটুলী এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তারা। তিন-চার জন ছিনতাইকারী রিকশা আটকে তাদের কাছ থেকে ব্যাগসহ মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। ওই সময় ছিনতাইকারীরা
তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম করে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল সেট ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ফারিয়া তাবাসসুমের অবস্থা আশঙ্কাজনক। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাত ও পিঠে গুরুতর জখম হয়েছে।
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment