"সত্যিই সে বড় ভাগ্যবান, আসলেই সে বড়ই সৌভাগ্যবান!"


....তোমার কপালে হাজার টাকার ধন সম্পদ না থাকুক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কালো দাগটা থাকলেই চলবে।
......তোমার মাথায় অনেক জ্ঞান বুদ্ধি না থাকুক, শুধু কোরান, হাদিসের জ্ঞান টুকু থাকলেই চলবে!
.....আমি দোয়া করিনা তুমি বিত্তশালী হও! আমি শুধু দোয়া করি তুমি ভাল মানুষ হও, একজন সৎ মানুষ হও।
......বসুন্ধরা কিংবা দামী মার্কেট থেকে শপিং করে দেবার প্রয়োজন নেই..... তোমার পছন্দের সাদাসিধে সুতি বস্ত্রতেই চলবে!
.....হিন্দি রিমিক্স অথবা ব্যান্ডের গান শোনাবার প্রয়োজন একেবারেই নেই, শুধু তোমার দরদ ভরা কন্ঠে আমার নামটি ধরে আদর করে ডাক দিলেই হবে।
....... চাইনিজ রেস্টুরেন্টের ঝাঁঝালো স্পাইসিজের খাবার খাওয়াতে না পারলেও তোমার ঘাম ঝরানো পয়সায় দু'বেলা দু'মুঠো খাবার হলেই চলবে।
....... সারা পৃথিবীর বুকে বিচরণের প্রয়োজন নেই, ভালবেসে আমার নিরাপদ আশ্রয়স্থল তোমার বুকে মাথা রেখে একটু ঘুমোতে পারলেই চলবে!
..... আর হ্যা, আছে কি এই অধুনা যুগে এমন চিন্তাভাবনা করার মত জীবন সঙ্গিনী? যদি কারো জীবনে মিলে যায় এমন কোন সঙ্গিনী! সত্যিই সে বড় ভাগ্যবান, আসলেই সে বড়ই সৌভাগ্যবান!

 লেখক :তারিকুল ইসলাম তারেক
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment