আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস৷ এবারের বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে '৭০০ কোটি মানুষের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’।


আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস৷ এবারের বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে '৭০০ কোটি মানুষের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’। বাংলাদেশের সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, জলবায়ু পরিবর্তনে প্রথম সারির নেতৃত্বে অবদান রাখার জন্য পেয়েছেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বোচ্চ পরিবেশ বিষয়ক সম্মান ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কার।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘পৃথিবীতে এখন ৭০০ কোটি মানুষের বাস। সীমিত সম্পদ ব্যবহার করেই পৃথিবীবাসী তাদের প্রয়োজনে কৃষি ও শিল্পের উন্নয়ন করে যাচ্ছে। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
  

Courtesy : S M Jakir Hossain bhi

Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment