ক্যাম্পাস প্রতিষ্ঠার অধ যুগ পর যবিপ্রবিতে জাতির জনকের ছবি

শিক্ষা★ শান্তি★ প্রগতি "যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকে টানা ৮ বছর পর শহীদ মসিয়ূর রহমান হলে জাতির জনক বঙ্গবন্ধু, ও দেশরত্ন শেখ হাসিনার ছবি উঠালেন" "প্রশাসন এর ব্যার্থতার পরে য,বি,প্র,বি ছাত্রলীগ ই করলো শ,ম,র হল শিবির মুক্ত " যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শহীদ মসিয়ূর রহমান হলে কিছু জামাতী শিক্ষকদের প্ররোচনাই, উস্কানি তে ও তাদের সাহায্যে যে কলঙ্কময়, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী , সন্ত্রাসি, শিবির ,জঙ্গি সংগঠন গড়ে উঠেছিল সেই কলুষিত শিবিরের আখড়া কে আজ বাংলাদেশ ছাত্রলীগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সকল নেতা কর্মীরা শিবির মুক্ত করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান এ মুখরিত করলো । ইতিহাসের পাতায় এই বিশ্ববিদ্যালয় এর প্রশাসন যা করতে পারিনি তা আজ করে দেখালো এই য,বি,প্র,বি,ছাত্রলীগ এর নেতা কর্মীরা । আজও পর্যন্ত এই পবিত্র ভুমি, শহীদ মসিয়ূর রহমান হলে জাতির পিতার ছবি দিতে সবাই ভয় পেয়েছে আজ সেই ভয় কে প্রতিহোত করে আমাদের এই কলঙ্কমুক্ত শহীদ মসিয়ূর রহমান হলে ১ম জাতির পিতার ছবি উদ্বোধন করলেন আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর অক্লান্ত পরিশ্রমী, সবার মধ্যমনি, ত্যাগি, নেতা সুযোগ্য সাধারন সম্পাদক, (এস,এম,শামিম হাসান) ভাই।শামিম ভাই জাতির পিতার ছবি উদ্বোধন করার পর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস।




ক্যাম্পাসের বিভিন্ন দিক থেকে এসময় বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যানারে বের হতে থাকে বিজয় মিছিল। সকল মিছিল এসে মিলিত হতে থাকে যবিপ্রবির বঙ্গবন্ধু একাডেমীক বিল্ডিংয়ের নিচের চত্বরে পরে এখানেই শামিম ভাইসহ সকল কাণ্ডারি নেতার বক্তব্যের পরে পুনরায় মিছিল বের হয়ে শ.ম.র হলে এসে শেষ হয়। পরে শ.ম.র হলে শামিম ভাই নিজ হাতে বঙ্গবন্ধু ও দেশরতত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উঠালেন

জয় বাংলা 
জয় বঙ্গবন্ধু
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment