"ছাত্রলীগের একজন কর্মী হতে পেরেই অনেক খুশি "


 মানুষ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতে আরম্ভ করে । জীবনে অনেক বড় হবার স্বপ্ন দেখে । পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র-ছাত্রীদের স্বপ্নতো পাহাড় সমান । কেউ দেশের প্রথম শ্রেণির কর্মকর্তা, কেউ বিদেশী নাগরিকত্ব , কেউবা আরও ভালো কিছু করতে চায় । কিন্তু রাজনীতি করে দেশের মানুষের সেবা করার স্বপ্নটা খুব কম লোকই দেখে । আবার সে যদি মেয়ে হয় তাহলে তার পক্ষে কাজটা একটু কঠিনই। তারপরও কিছু মেয়ে হাল ছাড়ে না। এমনই একজন মুন্নী আক্তার । সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্রী । ছোটবেলা থেকেই রাজনীতির হাতেখড়ি। যখন বুঝতে আরম্ভ করে দেশের জন্য কার অবদান সবচেয়ে বেশি , কে দেশের জন্য আমরণ লড়ে গেছেন , কার জন্য বাঙালীর নিজস্ব সত্তা টিকে আছে , তার আদর্শকে বুকের মধ্যে রেখে বহুদূর পাড়ি দিতে চায় । বঙ্গবন্ধু একজন প্রকৃত মানুষ , তার আদর্শ অবিস্মরণীয়। তার প্রতি ভালোবাসার স্বরূপ ছাত্রজীবন থেকেই রাজনীতি। ইতিহাসের মহানায়ক, বাঙালীর রাখাল রাজা , হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন "বাংলাদেশ ছাত্রলীগ"। এই ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সে একজন একনিষ্ঠ কর্মী। নিয়মিত কেন্দ্রীয় ছাত্রলীগের প্রোগ্রাম , পার্টি অফিস , বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যেকোনো প্রোগ্রামে তাকে দেখা যায় । জামাত শিবির যারা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে থেকে কাজ করেছে , তাদের বিরুদ্ধে সে সবসময় সোচ্চার , অবস্থান দৃঢ় । বঙ্গবন্ধুর " সোনার বাংলাদেশ " গড়ার লক্ষ্যে সে নিয়মিত কাজ করে । ছাত্রলীগ থেকেই জীবনে দেশের জন্য ভালো কিছু করতে চায় । কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি " সাইফুর রহমান সোহাগ" ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক " এস এম জাকির হোসাইন" ভাইয়ের হাতকে আরও শক্তিশালী করতে চায় । দেশরত্ন শেখ হাসিনার " ডিজিটাল বাংলাদেশ " গড়ার লক্ষ্যে আজীবন কাজ করতে চায় । দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চায় । ছাত্রলীগের একজন কর্মী হতে পেরে নিজেকে ধন্য মনে করে ।


Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment