বাংলাদেশ ছাত্রলীগের কাছে ছাত্রলীগের এক ভাই কে নতুন জীবন ফিরিয়ে দেবার জন্য আকুল আহবান জানাচ্ছি......


বাংলাদেশ ছাত্রলীগ,বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে ।শত শত এমপি মন্ত্রীর জন্ম দিয়েছে এমনকি আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাও ছাত্রলীগের সৃষ্টি।তাইতো বাংলাদেশ ছাত্রলীগের কাছে ছাত্রলীগের এক ভাই কে নতুন জীবন ফিরিয়ে দেবার জন্য আকুল আহবান জানাচ্ছি......
মো:সিরাজুল ইসলাম সুমন
সহ সভাপতি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ।

প্রত্নতত্ব বিভাগের মেধাবী ছাত্র।আজ মরণব্যাধি ব্লাড ক্যান্সারে ভুগছে,চিকিৎসাধীন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে,ইতিমধ্যেই ২৫লাখ টাকা খরচ হয়েছে,আরো লাগবে ৬৫লক্ষ টাকা যা তার পরিবারের পক্ষে ব্যয়বার বহন করা অসম্ভব ।আসুন সকলে মিলে সুমনকে আবারো ফিরিয়ে দেয় সম্ভাবনার নতুন এক পৃথিবী ।এই ছাত্রলীগ একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে তাহলে কেন আমাদের সহযোদ্ধা সুমন ভাইকে একটি নতুন সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে পারব না..????????অবশ্যই পারব...পারতেই হবে,,,কেননা সুমন যে আমাদেরই মত বঙ্গবন্ধু আর জয় বাংলার সৈনিক ।সুমন বর্তমান রাজনীতির নতুন অধ্যায় হাইব্রিড নয়,সুমন বাংলাদেশ ছাত্রলীগের ত্যাগের প্রতীক ।সুমন তত্তাবধায়ক সরকারের আমলে ছাত্রদলের ক্যাডার কর্তৃক অমানবিক নির্যাতনের শিকার হয় ।তখন তার দুই হাত পা ভেঙে গুড়িয়ে দিয়েছিল ছাত্রদলের পশুরা অপরাধ তার একটাই সে ছাত্রলীগ করে,ঠিক তার কয়েক মাস পর যখন ক্যাম্পাসে ছাত্রদলের দখলদারিত্ব মুক্ত করার জন্য ছাত্রলীগ লড়াই সংগ্রাম শুরু করে তখনও এই সুমনই ছিল সামনের সারির যোদ্ধা ।বড় ভাইদের নির্দেশে ছাত্রলীগের ভ্যানগার্ড হিসেবে ছাত্রদলের অস্ত্রের বিপরীতে কোন কিছু চিন্তাভাবনা না করে সেদিন সেও অস্ত্র হাতে নিয়েছিল,এতে তার কোন ব্যক্তিগত লাভ ছিলনা,লাভ ছিল ছাত্রলীগের,লাভ ছিল অন্যায়ভাবে বছরের পর বছর হলে না থাকতে পারা অসহায় ছাত্রলীগের ।এর পর ঠিকই ছাত্রলীগের সংগ্রাম সফল হয় ছাত্রদল নামক সন্ত্রাসীদের দখলদারিত্বেরও অবসান ঘটে,সকলেই হলে উঠল কিন্তু সুমনের যেতে হলো চার দেয়ালের অন্ধকার প্রকোষ্ঠে অস্ত্র হাতে নেওয়ার জন্য অথচ সুমন অস্ত্র কিন্তু তার জন্য নেয়নি,নিয়েছিল সংগঠনের জন্য ।এরকম হাজারো সুমনের গল্প হয়ত ছাত্রলীগের ইতিহাসে রয়েছে ।এরা শুধু সংগঠনকে দেয়ই আর পায় একটুখানি দলীয় পরিচয় যা আমি আপনি বা অনেকেই হরহামেশাই পেয়ে থাকি ।পারতপক্ষে এরাই দলের ভিত্তি অথচ সময়ের বিবর্তনে এরা বিলীন হয়ে যায়,আর এটাই চিরন্তন সত্য ।আমরা জানি ছাত্রলীগ ইতিহাস তৈরি করে তাই আসুন না সকলে মিলে এই চিরন্তন সত্যটাকে ভুল প্রমাণ করে ইতিহাস তৈরির চেয়েও বড় ব্যাপার আমাদেরই ভাই সুমন কে সুস্থ করে তুলি ।আসুন প্রমাণ করি সুমন রা কখনোই একা না সুমনের আছে পূর্বসূরী ( বি:দ্র: যার অনেকেই আজ সমাজের এলিট শ্রেণি ) আর আছে সুমনের একঝাঁক উত্তরসূরি ।তাই আসুন সকলে মিলে আবারো সহযোদ্ধা সুমনের কন্ঠে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু স্লোগানটিকে জীবন্ত রাখি ।................................................
সাহায্যের জন্য বিকাশ একাউন্ট :-০১৯২৪৯১১৪৯০
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট :-১৩৭.১০১.৭৪৭৭৮
বি:দ্র:-বাংলাদেশ ছাত্রলীগ এর সকল ইউনিটকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি মো:সাইফুর রহমান সোহাগ ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ভাইয়ের সজাগ দৃষ্টি কামণা করছি ।
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment