প্রয়োজনে রাতের বেলায়ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে -পুলিশ সুপার আমেনা বেগম


প্রয়োজনে রাতের বেলায়ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে -পুলিশ সুপার আমেনা বেগম
আনোয়ার ইবনে ওয়াহেদ: আইন-শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট বিশেষ ভূমিকা পালন করে থাকে। দেশের সামাজিক বাস্তবাতার কারণেই মোবাইল কোর্ট পরিচালনার প্রয়োজন আছে। জননিরাপত্তা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট এর গুরুত্ব অপরিসীম। তাই প্রয়োজনে রাতেও মোবাইল কোর্ট পরিচালনা করা যেতে পারে। গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতাকালে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, প্রশাসন ও পুলিশ বিভাগ রাষ্ট্রের প্রয়োজনে জনস্বার্থে দিন-রাত ২৪ ঘন্টাই অন সার্ভিসে থাকেন। তাই অপরাধ দমন করতে রাত-দিনের যে কোন সময়ই মোবাইল কোর্ট পরিচালনা করা যেতে পারে।
উলে¬খ্য, সম্প্রতি ঢাকার বিয়াম মিলনায়তনে মোবাইল কোর্ট সম্পর্কিত এক সেমিনারে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ মোবাইল কোর্ট এর গুরুত্ব অপরিহার্যতা নিয়ে বিশেষভাবে আলোকপাত করেন।
বক্তারা বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় জনগণের নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ কতগুলো বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার বিধান রেখেছে। এ সম্পর্কিত প্রণীত আইনের আলোকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন।
মাঠপর্যায়ে দেশের জনগণকে সেবা পৌঁছে দিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ আদালত খাদ্যে ভেজাল রোধ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ইভ টিজিং প্রতিরোধ, পরিবেশ রক্ষা, অবৈধ দখল, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন। ইতিমধ্যে তা দেশে একটি জনপ্রিয় ও কার্যকর আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা অনেক বেশি কার্যকর। এতে মানুষের অনেক আস্থা আছে। এই সেবার ব্যাপকতা বাড়াতে কাজ করছে সরকার।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) সহযোগিতায় ১৫টি জেলায় ‘ই-মোবাইল কোর্ট সিস্টেম’ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই সেবা চালু করা হবে। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ ও প্রয়োজনীয় উপকরণসহ সুসজ্জিত যানবাহন সরবরাহ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
জনস্বার্থে, আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর ও অধিকতর দক্ষতার সাথে সম্পাদন করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে কতিপয় অপরাধ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমলে গ্রহণ করে দণ্ড আরোপের সীমিত ক্ষমতা অর্পণ করে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে। যা জনস্বার্থে সঠিক ভাবে পরিচালনা করলে আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে বলে অভিজ্ঞমহল মনে করেন।
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment