রোজা রাখা মানে কি কষ্ট করে সারাদিন উপবাস করা?


রোজা রাখা মানে কি কষ্ট করে সারাদিন উপবাস করা?
.
রোজার উপকারিতা :
সারাদিন পানাহার থেকে বিরত থেকে সূর্যাস্তের পর পানাহার করায়,,
শরীরের রোগ ব্যাধি নিরাময় হয়,মেদ কমে, স্বাস্থ্য সুন্দর হয়, চেহারা অপেক্ষাকৃত সুন্দর হয়, পরিমান মত কম খাওয়ার অভ্যাস জন্মে।
শারিরীক ও মানসিক সংযমের ও পবিত্রতার অভ্যাস গড়ে উঠে।
.
রোজা সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানীদের অভিমত :__________
"রোজা থাকার ফলে পেপটিক আলসার ও তজ্জনিত ফুলে এবং প্রদাহ রোগ খুব দ্রুত উপশম হয়। (ডা:গ্রাহাম)
.
ডা:এলেক্স হেইগ বলেন:
রোজা পালন করার ফলে স্মরণশক্তি রাড়ে, মনোযোগ ও যুক্তিশক্তি বাড়ে। এমনকি দৃষ্টি শক্তি ও শ্রবণশক্তি বৃদ্ধি করে এবং আহারের অরুচি ও অনিদ্রা দূর করে।
.
ডা:লাস্টবারনার বলেন :
ফুসফুসে কাশি,সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজা পালনেই নিরাময় হয়।
ডা:ক্লাইভ মেকক আবিষ্কার করেন :
রোজা আয়ু বৃদ্ধি করে (ইঁদুর দিয়ে পরীক্ষা করে এর সত্যতা প্রমাণ করেন)
.
প্রসিদ্ধ ডা:মুহাম্মদ হোসেন বলেন:
যারা আজীবন নিয়মিতভাবে রোজা রাখে তারা বাত,অর্জীন,বহুমূত্র, হৃদরোগ ও রক্তচাপজনিত রোগে আক্রান্ত হয় না।
রোজার কোন অপকারিতা নাই
বি:দ্র: আমরা এসব কোন কিছুর জন্যেই রোজা রাখিনা, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখি।
(রোজাদারের পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন।)

  লেখক :তারিকুল ইসলাম তারেক

Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment