################
সুত্রঃ আব্দুল কাদের আকন্দ ভাইয়ের ফেসবুক থেকে সংগৃহিত,,
ফুলবাড়ীয়ায় মায়ের বসত থাকার ঘর আগুন দিয়ে পুড়ে দিলেন সন্তান।ফুলবাড়ীয়া 
উপজেলার দোলমা বেগুফা গ্রামে গত শনিবার দুপুরে মৃত্যু আবুল হোসেনের স্ত্রীর
 ময়মননেছার(৬৫) থাকার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়াছে আর কেউ নয় ময়মননেছার 
পেটের সন্তান হারুন (৩০) ও হারুনের স্ত্রী রিনা বেগম(২০) এমনি অভিযোগ করে 
বলেন মা ময়মননেছা।সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সুত্রে জানা যায়, গত দুই বছর 
আগে আবুল মারা যায়,মারা যাওয়ার আগে আবুল হোসেন তার দুই ছেলের মাজে জমি ভাগ 
করে দিয়ে যান,বেশি জমি দিয়ে যায় হারুন কে বাকী ২১শতাংশ জমি দিয়ে যান আবুলের
 স্ত্রীকে।আবুল হোসেনের ছিলো দুই ছেলে পাচ মেয়ে।আবুল হোসেনের মৃত্যুর পড় 
দুই ছেলে হানিফা ও হারুন ময়মননেছাকে কোন ভরপোষন করতেন না।পাচ মেয়ে এবং 
মেয়ের জামাইরা ময়মনেছা কে দেখাশোনা করতেন।আর হারুন প্রতিদিন তার মাকে চাপ 
দিতেন ময়মনেছার নামে যে জায়গাটুকু রহিয়াছে তার নামে লিখে দিতে,এতে করে 
ময়মনেছা রাজী না হলে হারুন তার মাকে বলে তার ঘর আগুন দিয়ে  পুড়িয়ে দেওয়া 
হবে।অবশেষে হারুন তার মায়ের সাথে কথাকাটাকাটির পর তার মায়ের একটি মাত্র ঘর 
আগুন লাগিয়ে পুড়ে দেয়। এব্যাপারে হারুনের স্ত্রী রিনা বেগম বলেন আমি মিথ্যা
 কথা বলবোনা আমার স্বামী কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে আগুন দেয়। হারুনের 
মা ময়মননেছা জানান, যে সন্তান কে আমি দশ মাস গর্ভে রেখে ছিলাম সেই সন্তান 
কয়েক বার আমাকে মারধর করে,কোন দিন আমি খেয়ে আছি না খেয়ে আছি দুই ছেলে কোন 
দিন খবর নেয়নি  এ কথা বলে ময়মননেছা কান্নায় ভেংগে পড়েন। আবার শাড়ীর আচল 
দিয়ে চোখের পানি মুছে বলেন আমার স্বামীর হাতের গয়না আসবাবপত্র কোন কিছুই 
বের করতে পারিনি , আমি আপনাদের সকলের কাছে বিচার চাই।

0 comments:
Post a Comment