বাঘারপাড়া স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর ইফতার পার্টি অনুষ্ঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার এক ইফতার পার্টির আয়োজন করে 'বাঘারপাড়া স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব ঢাকা ইউনিভার্সিটি'। রাজধানীর কাটাবনে একটি চাইনিজ রেস্তোরায় বেশ আড়ম্বরভাবে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

যশোর জেলার বাঘারপাড়া উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অর্ধশতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিডিবি এর সাবেক পরিচালক মিজানুর রহমান, ইঞ্জিয়ার কাজী গোলাম কবির, বিশিষ্ট ব্যবসায়ী মিজান, ইঞ্জিয়ার সাত্তার, মেজর নূর, সহকারী কমিশনার মনিরুজ্জামান এবং শিহাব উদ্দীন।

বাঘারপাড়ার এই কৃতি সন্তানেরা শিক্ষার্থীদের পাশে থেকে সবরকমের সহযোগিতার আশ্বাস দেন। 'বাঘারপাড়া স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব ঢাকা ইউনিভার্সিটি' এর কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষে ইঞ্জিয়ার কাজী গোলাম কবির চলতি বছরেই ৫০ হাজার টাকা প্রদান করার অঙ্গিকার করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন 'বাঘারপাড়া স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব ঢাকা ইউনিভার্সিটি' এর সভাপতি রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন।

উক্ত ইফতার পার্টিতে শিক্ষার্থীরা তাদের সমস্যা তুলে ধরেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত একই উপজেলার এতজন শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

দোয়া, ইফতার এবং রাতের খাবার গ্রহণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment