Ripon Biswas 'যে স্বপ্নের নেই ইতিহাস'

 
রাত গভীর হয়।সেই সাথে গভীর হয় রাতের অন্ধকার। না রাত গভীর হয় না,গভীর হয় রাতের স্বপ্ন, যে স্বপ্নে লুকিয়ে থাকে একটি নতুন গল্পের ভূমিকা।রাত পুরনো,বৃদ্ধ; রাতের স্বপ্নগুলো অনন্ত যৌবনা এই রাতেই মায়ের মুখ দেখার স্বপ্ন দেখে গর্ভে বেড়ে উঠা ভ্রূণ। প্রভাতে প্রস্ফুটিত হবে বলে কলি বিলিয়ে দেয় নিজের সতীত্ব। টুকাই ছেলেটার স্বপ্ন আটকে থাকে ডাস্টবিনের দুর্লভ কোনো খনির আশায়,কৃষকের গোমরা মুখ দেখে কৃষাণী প্রার্থনা করে সোনালি ধানের সোনালি হাসির জন্য।পকেটশূন্য ছেলেটা খুঁজে বেড়ায় আলাদীনের আশ্চর্য প্রদীপ।তেইশ বছরের ঘুমন্ত বালকের ঘুম ভাঙতে চায় কোনো এক কোমল হাতের আলতো ছোঁয়ায়। এত কিছুর পরও বেলাশেষে ভর করে সেই চিরাচরিত একঘেয়েমি কোনো এক না পাওয়ার উপসংহার।
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment