সরকারী তিতুমীর কলেজ ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা জয় বসাক 'অসাধারন হয়েও অতিসাধারন কাজী নজরুল ইসলাম'


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কিছু কথা সরকারী তিতুমীর কলেজ ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা জয় বসাক এর কিছু কথা।। ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী। তার ভাবনায়, তার লেখনীতে বার বার উঠে এসেছে যৌবনের গান। আমার প্রিয় তরুণ ভ্রাতৃগণ! আপনারা কি ভাবিয়া আমার মত সামান্য ব্যাক্তিকে আপনাদের সভাপতি নির্বাচন করিয়াছেন, জানি না। দেশের জাতির ঘনঘোর ঘেরা দুর্দিনে দেশের জাতির শক্তি-মজ্জা-প্রানস্বরুপ তরুণদের যাত্রাপথের দিশারি হইবার স্পর্ধা বা যোগ্যতা আমার কোন দিন ছিলোনা, যদিও দেশের প্রতি আমার মমত্ববোধ কোন স্বদেশপ্রেমিকের চেয়ে কম নয়। ত্যাগ স্বীকারের মাপকাঠি দিয়া মাপিলে হয়তো আমি তাঁহাদের কাছে খর্ব pigmyলিয়া অনুমিত হইব। তবু দেশের জন্য অন্তত এইটুকু ত্যাগ স্বীকার করিয়াছি যে, দেশের মঙ্গল করিতে না পারিলেও অমঙ্গলচিন্তা কোনদিন করিনাই, যাহারা দেশের কাজ করেন তাঁহাদের পথে প্রতিবন্ধক হইয়া দাঁড়াই নাই। রাজ-লাঞ্চনার চন্দন-তিলক কোন দিন আমারও ললাটে ধারন করিবার সৌভাগ্য হইয়াছিল, কিন্তু তাহা আজ মুছিয়া গিয়াছে। তাহা লইয়া গৌরব করিবার অধিকার আমার নাই। আমার বলিতে দ্বিধা নাই যে, আমি আজ তাহাদেরই দলে যাঁহারা কর্মী নন ধ্যানী। যাহারা মানব জাতির কল্যান সাধন করেন সেবা দিয়া, কর্ম দিয়া, তাহারা মহত কান্তু সেই মহত হইবার প্রেরনা যাহারা জোগান, তাহারা মহত যদি না ই হন অন্তত অসত নন।। আমি তাঁহাদের ই একজন।।

Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment