ডাবলু লস্কার: ভালবাসি ছাত্রলীগ কে থাকতে চাই ছাত্রলীগের পতাকাতলে



ছোট থেকেই দেখছি ভোট আসলেই সবাই নৌকা নৌকা বলতে বলতে মাতাল হয়ে যেত । তখনো বুজতাম না ছাত্রলীগ কি । ওয়ান ইলেভেনের সময় তখন আমি কলেজের ছাত্র । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কারাবন্ধি । তখন পত্রিকার পাতা খুললেই দেখতাম বিভিন্ন ইউনিট এর ছাত্রলীগের নেতা কর্মীরাই হাজার বিপদ উপেক্ষা করে মমতাময়ী নেত্রীর জন্য বিক্ষোভ করছে মিছিল করছে ।তখন বুজতে শিখলাম আওয়ামীলীগের দুঃসময়ে ছাত্রলীগ সব থেকে বেশি সরব থাকে , থাকে বিপদের একমাত্র কাণ্ডারি হিসাবে । তখন থেকেই ছাত্রলীগের প্রতি ভালবাসা । যে ভালবাসা আজও অটুট । দল বিপদে থাকলে যে ছাত্রলীগই থাকে সবসময় পাশে দল ক্ষমতায় আসলে সেই ছাত্রলীগই হয়ে যায় এতিম । এদেরকে দেওয়া হয় ক্রস ফায়ার । রনির মত নগর সেক্রেটারি কে দেওয়া হয় কারাদণ্ড । জানি ছাত্রলীগ এতিমদের সংঘঠন । ছাত্রলীগ করে করে হতে পারবো না অনেক বড় কিছু । তারপরও ভালবাসি প্রাণের ছাত্রলীগকে ।থাকতে চাই এর পতাকাতলে

Courtesy: ডাবলু লস্কার dada
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment