এস আই মাসুদ সিকদার ভাই চাকুরীতে স্বপদে পুনর্বহাল হয়েছেন



মহান আল্লাহ তালার অশেষ রহমত, সকলের দোয়া, ভালবাসায়, আমি স্বপদে ফিরে এসেছি, সেই সাথে আমার সকল ফেসবুক বন্ধুগন এবং আমাকে নিয়ে যাহারা বিভিন্ন সময়ে স্টেটাস দিয়ে, আমাকে উৎসাহ দিয়েছেন, সকলের প্রতি রইল আমার বিশেষ, বিশেষ কৃতজ্ঞতাবোধ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততার সহিত, পরবর্তী সময়ে মানুষের সেবার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখতে পারি, আবারো সবার নিকট দোয়া, প্রার্থনা করছি,,,

Courtesy :  এস আই মাসুদ সিকদার ভাই


আজ থেকেই আবার স্বপদে বহাল হয়ে কাজ শুরু করে দিয়েছেন ঢাকার মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর Masud Sikder সাহেব।আমাদের প্রথম থেকেই আস্থা ছিল উনি সব ষড়যন্ত্র বিলীন করে নিজেকে উদ্ভাসিত করবেনই।আমাদের বন্ধুর জন্য আমাদের ভালোবাসার জয় হয়েছে।উনার বিরুদ্বে আনীত জামায়াত বিএনপি'র কতিপয় পেইড এজেন্ট মিডিয়ার অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে।আসলে বংগবন্ধুর সৈনিকদের কাজের,দেশপ্রেমের পরীক্ষায় এইভাবে জিতে আসতেই হয়,মাসুদ শিকদার সাহেব ও জিতে এসেছেন। জয় বাংলা,জয় বংগবন্ধু।জয় হউক মুজিবাদর্শ লালনকারী সৈনিকদের।সত্যের জয় অবশ্যম্ভাবী, মিথ্যার পরাজয় নিশ্চিত।
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment