নির্বাচনী সহিংসতার জের ধরে খুলনা জেলাধীন ডুমুরিয়া উপজেলার ছাত্রনেতা বিশ্বজিৎ মজুমদার ও যুগ্ম আহবায়ক মফিজুল ইসলামকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করেছে।



নির্বাচনী সহিংসতার জের ধরে খুলনা জেলাধীন ডুমুরিয়া উপজেলার চুকনগর আঞ্চলিক সংসদের আহবায়ক জনপ্রিয় ছাত্রনেতা বিশ্বজিৎ মজুমদার ও যুগ্ম আহবায়ক মফিজুল ইসলামকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করেছে।
খুলনা জেলা ছাত্রলীগ এহেন সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে এ ঘটনায় জড়িত দের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।
একই সাথে দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই ছাত্রলীগের একটি নেতা-কর্মীর গায়ে হাত দিয়ে পার পাওয়ার কোন সুযোগ নেই।
আমার ভাইয়ের রক্ত ঝরিয়ে কেউ নিশ্চিন্তে ঘুরে বেড়াবে আর আমরা চুপ করে ঘরে বসে থাকবো এমনটা ভাবলে ভুল করবেন। আমরা চাই সন্ত্রাসীদের শাস্তি হোক। এব্যাপারে কোন গড়িমসি ছাত্রলীগ মেনে নেবে না। প্রশাসনের কর্তাব্যাক্তিদের দৃষ্টি আকর্ষণ করে আবোরো বলতে চাই দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনুন, অন্যথায় ছাত্রলীগ মাঠে নামলে পরবর্তিতে যে কোন পরিস্থিতির দায়ভার আপনাদের কেই নিতে হবে।


 From : Musfiqur Rahman Sagor

Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment