"ভাল থাকুক সবার মা, হাজার বছর বেঁচে থাকুক সবার মা "


এমন একজন মানুষ থাকা দরকার শত কষ্ট পাবার পরেও যারে জড়ায়ে ধরে কাঁদা যায়, যারে দুঃখের কথা গুলো বলতে না পারলেও তার পরশে দুঃখ গুলো একেবারে মনের ভেতর থেকে, মস্তিষ্কের ভেতর থেকে মুচে যাবে। ভালবাসা পাবার জন্য কোন প্রতিদান দিতে হবেনা।
...... এমন স্পেশাল কেউ একজন থাকা দরকার বাসায় ফিরতে দেরি করলেই যে অস্থির হয়ে উঠবে, ছটফট করবে, বারবার মুঠোফোনে কল দিতেই থাকবে।আবার বাসায় ফিরলেই বকাঝকা ।
..... এমন একজন সচেতন মানুষ তোমার থাকা খুবই দরকার, যে শীত এলে শীতের পিঠা বানিয়ে খাওয়াবে কোন আইটেম গুলো বেশি পছন্দ কর।
...........নিঃস্বার্থ এমন মানুষটি থাকা খুব দরকার, সেই মানুষটিকে একটি বারও বলতে হবেনা, "আমি তোমাকে ভালবাসি" তবুও সে তোমারে অন্তর দিয়ে ভালবেসে যাবে। এমন একজন মানুষ থাকা দরকার, পৃথিবীর যতবড় অপরাধ'ই তুমি করোনা কেন, তার কাছে কোন কিছুই অপরাধ বলে মনে হবেনা,যার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যাবে।
..... তিনি আর কেউ নই আমার মা আমার দুনিয়া.....
..... উপনিষদে বলা হয়েছে ‘‘মাতৃ দেব ভব''৷
অর্থাৎ মা দেবী স্বরূপিনী, জীবন্ত ঈশ্বরী, তাই কুসন্তান বলা হলেও, কুমাতা কখনও বলা হয় না৷
ভাল থাকুক সবার মা, হাজার বছর বেঁচে থাকুক সবার মা
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment