ডাবলু লস্কার ঃ জাতির অদম্যরা ।

 ছেলেটি রাজনীতি করে এটা জানার পর যে অবস্থা হয় .................. ১ > মা -বাবা ঃ ওকে আর টাকা দেওয়া যাবে না ২> ছাত্রের বাসায় ঃ আপনি রাজনীতি করেন আপনি আমার ছেলে কে কি পড়াবেন ৩> এলাকার লোকজন ঃছেলেটা নষ্ট হয়ে গেলো ।ঢাকায় গুণ্ডামি করে বেড়ায় ৪>বন্ধুরা ঃ ও এখন আগের মতো নাই , ওর সাথে মিশা যাবে না কখন কি বিপদ হয় ৫>প্রেমিকা ঃ হয় রাজনীতি বাদ দিবা নয় তো আমাকে বাদ দিবা এতকিছু maintain করে সবার অপবাদ নিয়ে সব কিছুর বিপরীতে গিয়ে যারা রাজনীতি করে তাদের পথটা অনেক কঠিন আর তারাই আসল অদম্য ।

 লেখক:ডাবলু লস্কার,
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment