ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, উনার রিকশায় করে গতকাল হলে ফিরছিলাম নীলখেত থেকে। হ্যা, রিকশাচালকের বেশে থাকা মলিন মুখের ছেলেটার কথাই বলছি।
ছেলেটা এবার এসএসসি পাস করেছে মানবিক বিভাগ থেকে। বাড়ি সাতক্ষীরায়। কথায় কথায় জানতে পারলাম, ছেলেটার বাবা অসুস্থ্য। সংসারে রোজগারেরও কেউ নাই। এর মধ্যে আবার পড়ালেখা করার অদম্য ইচ্ছা। কলেজে ভর্তি হওয়ার জন্য যে সামান্য টাকা লাগে সেটা জোগাড় করতেই ঢাকায় পার্টটাইম রিকশা চালানো! ভাবা যায়? আমরা যারা পড়ালেখাকে 'প্যারা' বিবেচনা করে পড়ালেখার চৌদ্দগুষ্ঠি উদ্ধার করি প্রতিনিয়ত তাদের জন্য ছেলেটা একটা অনুপ্রেরণা।
ছেলেটার কাছে সব শোনার পর কিছু করতে ইচ্ছে হলো ওর জন্য।
আমি তো নিজে কিছুই করতে পারলাম না। সেই সামর্থ্যও আমার নাই। তবে, এখানে আশা করি অনেকের চোখেই পরবে লেখাটা যারা ছেলেটাকে হেল্প করতে চান। যাদের ইচ্ছে আছে কিন্তু, আর্থিক সামর্থ্য নাই, অন্তত শেয়ার করে অথবা হেল্প করার মতো পরিচিত কেউ থাকলে তাকে জানিয়েও অবদান রাখতে পারেন।
বিশ্বাস রাখেন, আপনার কোন সাহায্যই বিফলে যাবে না। আর কিছু না হোক, অন্তত ছেলেটার হাসিমুখ কল্পনা করে কোন বিনিদ্র রাতে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে শান্তিতে ঘুমুতে পারবেন...😊
ছেলেটাকে ফোন করে বললেই সে সশরীরে গিয়ে আপনার দোয়া নিয়ে আসবে।
ছেলেটার ফোন নাম্বার: 01793640656
0 comments:
Post a Comment